দায়িত্ব পেয়েই মাদ্রাসার ২টি ঘর সংস্কার ও পুনর্নিমাণ শুরু করলেন এস.এম মোস্তাফিজুর রহমান

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ দিন আগে

Spread the love

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী ষাইটশালা দরবার শরীফের আধ্যাত্নিক রাহবার পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মরহুম আব্দুল আলীম (রাঃ) পীর সাহেব এর স্বপ্নের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েই ২ টি অব্যবহৃত ঘর সংস্কার ও পুনর্নিমাণ কাজ শুরু করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এস.এম মোস্তাফিজুর রহমান। (১৫ অক্টোবর) বুধবার সকালে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২ টি অব্যবহৃত ঘর সংস্কার ও পুনর্নিমাণ কাজ শুরু হয়। শিক্ষার্থীদের সুবিধা বিবেচনা করে নব-নির্বাচিত সভাপতি এস.এম মোস্তাফিজুর রহমান এই মাদ্রাসার ঘরগুলো সংস্কার ও পুনর্নিমাণ করার উদ্যোগ নেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। সংশ্লিষ্টরা বলেন, তার হাত ধরেই এই মাদ্রাসার ব্যাপক অবকাঠামোগত উন্নয়নসহ ভালো ফলাফল অর্জিত হবে। অনুষ্ঠানে মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি এস.এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সুপার মাওলানা উবায়দুল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মাওলানা মুসলেহ উদ্দিন, অভিভাবক সদস্য যথাক্রমে হারুনুর রশিদ, জালাল মিয়া, মো. ইদ্রিছ মিয়া, মো. মতিউর রহমান, সাধারন শিক্ষক সদস্য মাহবুবুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা।

  • ব্রাহ্মণপাড়া