শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় কৃষকলীগের আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষকলীগের আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাপ্পী এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নির্মল পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুর বারী চৌধুরী হিরো। এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল হান্নান, বুড়িচং উপজেলা কৃষকলীগের সভাপতি মো. মফিজুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আবু হানিফ মেম্বার, সহ-প্রচার সম্পাদক মোতাহের হোসেন, কৃষি বিপনন বিষয়ক সম্পাদক মো. আবু হানিফ, কৃষকলীগ নেতা জামাল হোসেন, দেলোয়ার হোসেন, এরশাদ মিয়া, ফারুক আহম্মেদসহ কৃষকলীগের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পথচারীদের মাঝে কয়েকশত বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া