ব্রাহ্মণপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধাদের সম্মানে বিশেষ চেয়ার, প্রশংসায় চেয়ারম্যান অপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি তার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে একটি বিশেষ চেয়ার রাখা হয়েছে। একটি চেয়ারে সাদা রংয়ে ‘মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার’ লিখে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য নির্দিষ্ট করে নবনির্বাচিত চেয়ারম্যান তাঁর চেয়ারের পাশে রেখেছেন চেয়ারটি। বিষয়টি ইতিমধ্যে জনমনে ব্যাপক প্রশংসায় ভাসছে। গত সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ব্যক্তিগত প্রয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে যান। এ সময় উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপি’র পাশে রাখা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ওই চেয়ারে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে বসতে বলেন এবং তার সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে আমলে নেন। উপজেলা চেয়ারম্যানের এমন সম্মান প্রদর্শনে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করেন এবং এ বিষয়টি অন্যান্য মুক্তিযোদ্ধাদের আলোচনা ও প্রশংসা করেন। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আমাদের সম্মান দিয়ে বসার জন্য একটি চিয়ার নির্দিষ্ট করে রেখেছেন এটা সত্যি তিনি একটি ভাল কাজ করেছেন। এজন্য প্রশাংসার তিনি দাবীদার, তাকে ধন্যবাদ জানাই। আল্লাহর দরবারে উনার জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থ্য রাখেন, ব্রাহ্মণপাড়া উপজেলাসহ দেশের মানুষের কল্যাণে যেন কাজ করতে পারেন। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা চেয়ারম্যানের কক্ষে এই বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়েক্রমে উপজেলার সকল সরকারী দপ্তর ও ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধার জন্য বিশেষ চেয়ার সংরক্ষেনের জন্য বলা হবে। নিজ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার রেখায় উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব অপির প্রসংসা করেছেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

  • ব্রাহ্মণপাড়া