কুমিল্লায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ কুমিল্লা ভেন্যুর দুই দিনব্যপী প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

৮ জানুয়ারী রবিবার সকাল ১০টায় যুব গেমসের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত যুব গেমসে কুমিল্লার ৬টি উপজেলা থেকে ৭টি ইভেন্ট ফুটবল, তায়কোয়ান্ডো, কারাতে, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও কাবাডিতে পাঁচশত প্রতিযোগী অংশ নেয়।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস অংশ নিতে ক্ষুদে এ্যাথলেটরা হাড় কাঁপানো শীত উপক্ষো করে ভোর থেকেই জড়ো হয় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। উদ্বোধনের পর এ্যাথলেটরা নীজ নীজ উভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ কুমিল্লা জেলা সাংগঠনিক কমিটির সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শামীম আলম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ কুমিল্লা জেলা সাংগঠনিক কমিটির সদস্য সচিব নাজমুল আহসান ফারুক রোমেন।

সোমবার শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের অনুষ্ঠানে, ২০১৭ সালে অনুষ্ঠিত প্রথম যুব গেমসে পদক জয়ীদের সংবর্ধনা দেওয়া হয়।

পদক জয়ীরা হলেন মো: হাসান মিয়া ১০০.মি দৌড় প্রথম স্বর্ণ পদক জয়ী, মো: মোতালেব ১০০.মি দৌড় প্রথম রৌপ্য পদক জয়ী, ইসরাত জাহান রিয়া তায়কোয়ানডো তে ৩টি স্বর্ণ পদক জয়ী, সাবিয়া সুলতানা রিমি তায়কোয়ানডো তে ২টি স্বর্ণ পদক জয়ী, সুমাইয়া আক্তার তায়কোয়ানডো তে ১টি স্বর্ণ পদক জয়ী, সাদিয়া সুলতানা মিথিলা সকারাতে ১টি স্বর্ণ পদক জয়ী, সারোয়ান হোসেন মুন্না কারাতে ১টি রৌপ্য পদক জয়ী, দেলোয়ার হোসেন ১টি রৌপ্য পদক জয়ী, মেহেদী হাসান তায়কোয়ানডো তে ১টি রৌপ্য পদক জয়ী, আবু জায়েদ খান তায়কোয়ানডো তে ১টি ব্রোঞ্জ পদক জয়ী, ইসরাত জাহান মীম তায়কোয়ানডো তে ১টি ব্রোঞ্জ পদক জয়ী, ফিরোজা তায়কোয়ানডো তে ১টি ব্রোঞ্জ্র পদক জয়ী।

  • কুমিল্লা