“জসিম উদ্দিন ফাউন্ডেশন উদ্বোধন” জীবনের শেষ সময় পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চাইথ হাজী জসিম উদ্দিন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন, জীবনের শেষ সময় পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। অসহায় ও দরিদ্রদের সেবার মাধ্যমে এই ফাউন্ডেশন কাজ করে যাবে। এটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক ও উন্নয়নমুলক সংগঠন। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল ইউনিয়নের বাগড়ায় হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাজী জসিম উদ্দিন জসিম বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার গরীব হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা খরচ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করা হবে। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ-জাহান সাজু, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু ও শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহাবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক পাপিয়া আক্তার। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সভাপতি কামাল হোসেন, আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ডা. নজরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নজরুল ইসলাম শাহীন (বুড়িচং), মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি এডভোকেট মো. কামাল হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার জামাল হোসেন, নিমসার জোনাব আলী কলেজের সভাপতি এডভোকেট শরিফ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল্লাহ রবি, হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য শিল্পী রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম। এছাড়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সদস্য সচিব কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পায়রা উড়িয়ে, কেক কেটে, দোয়া কামনা এবং তবারক বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া