ব্রাহ্মণপাড়ায় দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করে দিলেন আবু জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

বৃষ্টির কারণে জনদুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত সড়কের অংশগুলো ইট ও বালু ফেলে সংস্কার কাজ শুরু হয়েছে। সোমবার (০১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণপাড়া সদর এলাকা থেকে টাটেরা এলাকার পর্যন্ত কুমিল্লা-মিরপুর সড়কে এ সংস্কার কাজের পরিদর্শন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এসময় সাংসদ আবু জাহের বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে নিজস্ব ব্যবস্থাপনায় সড়কটি মেরামত করার নির্দেশনা দেওয়া হয়। সড়ক ও জনপদের জেলা কর্মকর্তার সার্বিক তত্বাবধানে এ সড়কের বেশি ক্ষতিগ্রস্ত অংশগুলো ইট ফেলে ও বালু দিয়ে মেরামত শুরু করা হয়েছে। তবে দ্রæত সময়ের মধ্যে রাস্তার মূল কাজ শুরু করা হবে। এসময় সড়ক ও জনপদের জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ, প্রকৌশলী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন প্রমূখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। স্থানীয় লোকজন জানান, ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় কবরস্থান ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এলাকায় অপরিকল্পিত পুকুর, জমি ভরাট ও বাড়িঘর নির্মান করায় গত ২-৩ বছর যাবত কুমিল্লা-মিরপুর সড়কের এসব স্থানে বৃষ্টির পানি জমে ছোট বড় গর্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পরে। তারা বলেন, নবনির্বাচিত এমপি আবু জাহের মহোদয় বেশি ক্ষতিগ্রস্ত রাস্তার অংশগুলো ইট ও বালু ফেলে সংস্কারের ব্যবস্থা করে যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রাথমিক ভাবে উপযোগী করে দেওয়ায় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আশা করছি স্থায়ীভাবে জনসাধারণের লাগব নিরসনে নবনির্বাচিত এমপি মহোদয় দ্রæত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন।

  • ব্রাহ্মণপাড়া