ব্রাহ্মণপাড়া কলেজপাড়া আবাসিক এলাকায় “ডাস্টবিন” স্থাপনের দাবী মোশাররফ হোসেন খান চৌধুরীর

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের কলেজপাড়া আবাসিক এলাকায় উপজেলা সদরসহ কয়েক এলাকার জনগনের সুবিধার জন্য ময়লা ফেলার “ডাস্টবিন” স্থাপনের দাবী জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী। এবিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার এর সুদৃষ্টি কামনা করেছেন। শনিবার এক সাক্ষাৎকারে তিনি এই দাবী করেন। তিনি জানান, কলেজপাড়া আবাসিক এলাকায় মসজিদের পাশ্বে খাল আছে। সেই খালে কলেজপাড়াসহ এলাকার বাসিন্দারা ময়লা ফেলে খাল ভরাট করার উৎসবে মেতে উঠেছে। এমনকি বাজারের সকল ময়লা-আবর্জনা সেখানে ফেলে পরিবেশ দূষিত করছে। একটি নির্দিষ্ট “ডাস্টবিনের” অভাবে বাসিন্দারা যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে। এতে করে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে অপরদিকে খাল আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। সেই খাল উদ্ধার করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেন তিনি। তিনি সেখানে একটি নির্দিষ্ট ময়লা ফেলার “ডাস্টবিন” তৈরী করার দাবী জানিয়েছেন। এতে করে একদিকে যেমন পরিবেশ দূষিত হবে না অপরদিকে বেঁচে যাবে খাল। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী প্রশাসনের কাছে একটি “ডাস্টবিন” স্থাপনের দাবী জানান।

  • ব্রাহ্মণপাড়া