ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ছয় মাসের কারাদন্ড

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী তেতাভূমি (বাঁশতলী) এলাকায় মাদক সেবনের দায়ে মো. মিনহাজুর রহমান (২৫) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় উপজেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে মাদকসেবী ওই যুবককে এ সাজা দেয় ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এতে ৬০ ব্যাটালিয়ান বিজিবি শশীদল বিওপির বিজিবি সদস্যরা সহযোগিতা করেন। দন্ডপ্রাপ্ত মিনহাজুর রহমান (২৫) উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্তবর্তী তেঁতাভূমি (বাঁশতলী) এলাকা থেকে মাদক সেবন করে মাতলামি ও জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে মিনহাজুর রহমান (২৫) নামের এক যুবককে আটক করা হয়। এসময় সে ভ্রাম্যমান আদালতের কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। ইউএনও বলেন, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত আছে।

  • ব্রাহ্মণপাড়া