ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের দধিখোলা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের দধিখোলা গ্রামের হোসেন মিয়ার ছেলে মাসুম (২০), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম (৪৮), একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. নূর আলম (৪৮), দক্ষিণ মোগড়া গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে মো. রিপন (৩৩) ও একই জেলার সরাইল উপজেলার টিঘর (পানিশ্বর) গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম (৫২)। থানা পুলিশ সূত্রে জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন। উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষ। পুলিশ জানায়, গত ১ জুলাই উপজেলার চান্দলা টানা ব্রীজের উপর থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা চুরির ঘটনায় থানায় অভিযোগ দেন ওই অটোরিকশার মালিক ওই এলাকার বাসিন্দা মো. সেলিম। অভিযোগের প্রেক্ষিতে ব্রাহ্মণপাড়া থানায় কমরত এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুমকে গ্রেফতার করেন। এসময় তাকে জিগ্যেসাবাদ করলে অটোরিকশা চুরির বিষয়টি স্বীকার জানান সে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর এলাকার তৌহিদুল ইসলাম, মো. নুর আলম, রিপন ও মো. সিরাজুল ইসলামের নিকট অটোরিকশার মালামালগুলো বিক্রি করে দিয়েছে। পরবর্তীতে ওইদিন রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় শানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম, মো. নুর আলম, রিপন ও মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছেন। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আজমপুর সিরাজুল ইসলামের ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ব্যাটারী চালিত অটোরিকশার লোহার বড়ির পাঁচটি কাটা অংশ উদ্ধার করেন। চাকা, ব্যাটারী ও মোটরসহ অন্যান্য যন্ত্রাংশ বিক্রি করে দিয়েছে বলে জানান তারা। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ বলেন, গ্রেফতার হওয়া অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া