বুড়িচংয়ে ৪৫ তম বিজ্ঞান মেলার সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-৪৫ তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআজহারুল ইসলাম ভূইয়া, ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের সহকারী অধ্যাপক সঞ্জয় মিত্র, কালীনারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার উম্মে সালমা, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কবির খান, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কাদেরসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জন করে সোনার বাংলা কলেজ, ২য় স্থান অর্জন করে পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ, ৩য় স্থান অর্জন করে নিমসার জুনাব আলী স্কুল এন্ড কলেজ, স্কুল পর্যায়ে ১ম স্থান অর্জন করে পূর্ণমতি উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অর্জন করে ভরাসার উচ্চ বিদ্যালয়, ৩য় স্থান অর্জন করে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার পুরষ্কার বিতরণ করেন।

  • বুড়িচং