৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্ব করবে ব্রাহ্মণপাড়ার ওশান হাই স্কুল

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বালক হ্যান্ডবল খেলায় কুমিল্লা অঞ্চলের প্রতিনিধিত্বের গৌরব অর্জন করেছে ব্রাহ্মণপাড়ার ওশান হাই স্কুল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা হোচ্ছা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপ—আঞ্চলিক প্রতিযোগিতায় ওশান হাই স্কুল সেমিফাইনালে লক্ষ্মীপুর জেলাকে ৬—০ গোলে এবং ফাইনালে চাঁদপুর জেলাকে ৫—২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন কুমিল্লা উপ—অঞ্চলের ৬টি জেলা নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে ব্রাহ্মণপাড়ার ওশান হাই স্কুল এখন বিভাগীয় পর্যায়ে খেলবে। আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে বিভাগীয় পর্যায়ের খেলা, যেখানে অংশ নেবে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দলসমূহ। কুমিল্লা জেলার প্রতিনিধি হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার ওশান হাই স্কুল কুমিল্লা শিক্ষা বোর্ডের নেতৃত্বে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, আমরা সবসময় শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থীরা আজ কুমিল্লা শিক্ষা বোর্ড তথা কুমিল্লা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। সবার আন্তরিক সহযোগিতা পেলে জাতীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবো ইনশাআল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষক—শিক্ষার্থী ও অভিভাবকরা।

  • ব্রাহ্মণপাড়া