ময়নামতি উপজেলা’ বাস্তবায়ন দাবীতে কুমিল্লায় আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ৪ দিন আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার চারটি ইউনিয়ন ময়নামতি, মোকাম, ভারেল­া উত্তর ও ভারেল­া দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বুড়িচং উপজেলার ময়নামতি বাজার জামে মসজিদের সামনে নতুন উপজেলা বাস্তবায়নের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই দাবী আদায়ে চার ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি সমন্বয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহŸায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম ও সদস্য সচিব বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও ল’ ডেস্ক ইনচার্জ দিদারুল আলম দিদার। যুগ্ম আহŸায়ক আবদুল মবিন খান, মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবির, মো.জিল­ুর রহমান। যুগ্ম সদস্য সচিব মাওলানা আবদুল আউয়াল, মো. আলা উদ্দিন, অধ্যাপক মো: মনিরুল ইসলাম, সাংবাদিক আবু মুছা, মো. বেলাল হোসাইন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব দিদারুল আলম দিদার। দিদারুল আলম বলেন, আধুনিক সভ্যতায় তথ্য প্রযুক্তি এই যুগে সুবিধা বঞ্চিত অবহেলিত ও হয়রানির শিকার এক জনপদের লাখো মানুষের পক্ষে আমরা এক ‘সংগ্রামের আনুষ্ঠানিক যাত্রা’ শুরু হলো। তিনি বলেন, উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ একক। কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়। বাংলাদেশে বর্তমানে ৪৯৫ টি উপজেলা রয়েছে। সর্বশেষ ২০২১ সালের জুলাই মাসে পাঁচটি ইউনিয়ন নিয়ে কক্সবাজার জেলায় ঈদগাঁও নামে নতুন উপজেলা গঠিত হয়। এটি দেশের ৪৯৫ তম উপজেলা। নতুন গঠিত এই ঈদগাঁও উপজেলার চেয়ে জনসংখ্যা ও ভোটার সংখ্যা ময়নামতিসহ চার ইউনিয়নে বেশি। আরো কম ইউনিয়ন ও জনসংখ্যাসহ অন্যান্য সুবিধাদি ময়নামতির তুলনায় কম হওয়া সত্তে¡ও এমন বেশ ক’টি উপজেলা পরিষদ দেশে বাস্তবায়ন হয়েছে। ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, চার ইউনিয়নে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব, পেশাজীবি নেতৃত্ব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ‘ময়নামতি উপজেলা’ প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যবদ্ধ ও সোচ্চার এবং লড়াইয়ে একাত্ম। এ সময় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত হয়ে দাবির সাথে একাত্মবোধ প্রকাশ করেন।

  • বুড়িচং