ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক নবীনবরণ পুরস্কার বিতরন কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দিন ব্যাপী ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল করিম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলআমিন, সিনিঃ শিক্ষক দিদার মোস্তফা, হুমায়ন কবির ভুইয়া, পরিচালক মো: মনির, আহসান পারভেছ, সহ. শিক্ষক কেফায়েত উল্লাহ, নেয়ামত উল্লাহ, ডালিম মিয়া, আসিফ খান চৌধুরী, মাওলানা সালাউদ্দিন মামুন, মোঃ জহিরুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া