ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন সড়কের বেহাল দশা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কয়েকদিনের টানা বৃষ্টির জলাবদ্ধতায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। আগে থেকেই এ সড়কের বিভিন্ন স্থানে ছোট- বড় গর্ত থাকায় জলাবদ্ধ এলাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ফলে এ সড়কে যানবাহন দিয়ে চলাচলে যাত্রীদের পোহাতে হচ্ছে বিড়ম্বনা। সরেজমিন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলা সদর বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এই সড়কের সংস্কার কাজের অভাবে পিচ ঢালাই উঠে গিয়ে ছোট-বড় গর্তসহ অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব জলাবদ্ধ এলাকায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা শফিফুর রহমান ও আমজাদ হোসেন বলেন, অনেকদিন ধরে খুব কষ্ট করে আমরা এ রাস্তা দিয়ে আসা-যাওয়া করি। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশত ছাত্রছাত্রী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা-যাওয়া করে। এ রাস্তা দিয়ে উপজেলা কমপ্লেক্স, থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীসহ অনেক মানুষ বিভিন্ন কাজে আসা যাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল যে মানুষ রিক্সা, ইজিবাইক, সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন ব্যবহার না করে এখন পায়ে হেঁটে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন- ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে উপজেলা হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তাটির অবস্থা ভালো নয়। আমরা আরসিসি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি কিন্তু এই রাস্তাটি অনুমোদন হয়নি। বর্তমানে আমরা রাস্তাটি কার্পেটিং করার জন্য অচিরেই ব্যবস্থা নিচ্ছি।

  • ব্রাহ্মণপাড়া