ব্রাহ্মণপাড়ায় মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানির অভিযোগ

লেখক: ফাররু আহাম্মদ
প্রকাশ: ১ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জায়গা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও থানার লিখিত অভিযোগ সুত্রে জানা যায় এবং শশীদল উত্তর পাড়া এলাকার মৃত আলী আশরাফের ছেলে মোঃ ফয়েজ আহাম্মদ বলেন গত-২৬অক্টোবর বিকাল ৫টায় ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পাঁচ পীর মাজারের দক্ষিণ পূর্ব পাশে জেলা পরিষদ কর্তৃক লিজকৃত সম্পক্তিতে ঘর করতে গেলে উত্তর শশীদল দক্ষিণপাড়া মৃত আবদুর রহমানের ছেলে মোঃ জামশেদ (৪০) মৃত আব্দুর রইফ এর ছেলে মোঃ রনি হাছান (৩০),মৃত আবদুর রহমানের ছেলে মোঃ শফিক (৫৬)সহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০জন বাঁধা প্রদান করে৷ গত ৬ অক্টোবর জেলা পরিষদের নিকট হতে জেলা পরিষদের আওতাধীন সালদানদী রাস্তার পূর্ব পাশে উত্তর শশীদল মৌজার ৭২৮ নং দাগে ৬০৮’ ৪৮০ বর্গফুট ভূমি বানিজ্যিক কাজে ব্যবহারের নিমিত্তে নিজে গ্রহণ করি। গত-২৪অক্টোবর মোঃ রফিকুল ইসলামসহ আরো ৫ জনের নামে উক্ত ভূমি লিজের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমাদের নামে দখল হস্তান্তর করেন। তারই ধারাবাহিকতায় গত- ২৬অক্টোবর সকালে আমি উক্ত ভূমিতে একটি একচালা টিনসেড ঘর নির্মাণ করি। আমি ঘর নির্মাণ করে বাড়িতে যাওয়ার পর বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় জামশেদ,রনি হাছান ও শফিকসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জন পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠি-সোটা নিয়া জমিতে প্রবেশ করে আমার নির্মিত একচালা টিনসেড ঘরটি ভেঙ্গে ফেলে। এসময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে পুঁজি করে আমাদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করাসহ সামাজিক ভাবে ছোট করার চেষ্টা করছে। তারা অনেকেই মাদক চোরা চালানের সাথে জড়িত। আমার লিজকৃত জায়গায় গেলে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে প্রাণে মেরে ফেলার।

  • ব্রাহ্মণপাড়া