ব্রাহ্মণপাড়ায় চোরাই পথে আসা ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৩ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ১৯ লাখ ৩১ হাজার ৪০৮ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শশীদল স্টেশন বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১৯ লাখ ৩১ হাজার ৪০৮ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে শশীদল বাজার এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে চোরাই পথে আসা ভারতীয় স্কিন শাইন ক্রিম ৭ হাজার ৭০০টি, নেহা মেহেদী ৪ হাজার ৪০০টি, সেভেন ওয়েল ৮৮টি, ক্লপ জি ক্রিম ৩৬৪ টি, পন্ডস পাউডার ৭৪০ টি, কিং কোবরা বাজি ১ লাখ ১২ হাজার টি, তাঁরা বাজি ৮ হাজার ৬৪০ টি, ইলেক্ট্রিক তাঁরা বাজি ১৪ হাজার ৯০০ টি ও ওয়েন্টম্যান ক্রিম ১২ হাজার টি জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমস হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই চোরাই পণ্যের বস্তা মাথায় ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া