ব্রাহ্মণপাড়ায় ইউএনও’র সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

সার্বজনীন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এই বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন গ্রামের ২০টি মন্ডপে দুর্গা পূজা উদযাপনের আয়োজন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষে পুজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। গত ১৬ অক্টোবর সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পূজা মন্ডপের সভাপতির হাতে ৫০০ কেজি করে চালের অর্পন আদেশ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জীব দেবনাথ,সাধারণ সম্পাদক কিশোর কুমার ও সাংগঠনিক সম্পাদক কাজল সরকার। শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গা পূজা সম্পূর্ণ করার লক্ষে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ উপস্থিত সকল সদস্যদেরকে উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম্বার সাটানোর পরমার্শও প্রদান করেন।

  • ব্রাহ্মণপাড়া