আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রনে কঠোর থাকবে প্রশাসন। কেউ যদি পণ্যের মজুদ করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাদক ও জুয়ার বিরুদ্ধে আরো টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্তগুলো গ্রহন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও অধ্যক্ষ নজরুল ইসলাম এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম ও ইদ্রিস মিয়া মাষ্টার, অধ্যক্ষ আলতাফ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনির হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম আলাউল আকবর, আনিছুর রহমান ভূইয়া রিপন, শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নয়ন, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, বিজিবি সালদা ও শশীদল বিওপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।