ব্রাহ্মণপাড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

লেখক: ওসমান ভূঁইয়া
প্রকাশ: ১ সপ্তাহ আগে

Spread the love

রাষ্ট্র কাঠামো সংস্কার ও মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিমের নির্দেশে শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে দুলালপুর ইউনিয়নের গোপালনগর বাজারে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ভুট্টো, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ওসমান ভূঁইয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির ভূঁইয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ফকির, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার এবং ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা জামানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। জনগণের কাছে এই কর্মসূচি পৌঁছে দিতে আমাদের এ লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া