প্রথম ধাপে সারা দেশের ১৫২ উপজেলার সাথে আজ কুমিল্লার ৩ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

আজ ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে সারা দেশের সাথে কুমিল্লার ৩টি উপজেলায় ভোটগ্রহন করা হবে। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ, লাকসাম এবং মেঘনা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর দিকে লাকসাম উপজেলার ভোট গ্রহন স্থগিত ঘোষনা করা হয়েছে। জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালেহা বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলে নির্বাচন কমিশন এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। গত ৬ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছালেহা বেগমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থী তালিকা অর্ন্তভ‚ক্তি এবং প্রতীক বরাদ্দের জন্য নির্দেশ প্রদান করে। তাই আজ ৮ মে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য উল্লেখ্য করেছেন। এদিকে প্রথম ধাপে কুমিল্লার ৪টি উপজেলায় ৩২০টি কেন্দ্রের ২ হাজার ১৪৫টি ভোট কক্ষে ভোট গ্রহণ করার কথা ছিল। কিন্তু নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত হওয়ায় ৩টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ৩২০ জন প্রিজাইডিং অফিসারসহ ৭২ হাজার ৪৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ৩টি উপজেলায় মোট ভোটার ৮ লাখ ৯২ হাজার ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬২ হাজার ৩৯২ জন এবং মহিলা ভোটার ৪ লাখ ২৯ হাজার ৮৪০ জন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৪টি উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। উপজেলাওয়ারী প্রতিদ্ব›িদ্ব প্রার্থী, ভোট কেন্দ্র ও কক্ষ এবং ভোটারদের মধ্যে ৪টি উপজেলায় প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ৩৭ জন। মেঘনা উপজেলায় প্রতিদ্বন্দি প্রার্থী ১৩ জনের মধ্যে চেয়ারম্যান ৫ জন, ভাইস চেয়ারম্যান ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন। এ উপজেলায় ৮টি ইউনিয়নে ৪৮টি ভোট কেন্দ্র এবং ২৬৫টি ভোট কক্ষ। ভোটার ১ লক্ষ ৬ হাজার ৪৪৫ জনের মধ্যে পুরুষ ভোটার ৫৫ হাজার ৫১৬ জন এবং মহিলা ভোটার ৫০ হাজার ৯২৯জন। মনোহরগঞ্জ উপজেলায় প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ৭ জনের মধ্যে চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রার্থী। এ উপজেলায় ১১টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৮০টি এবং ভোট কক্ষ ৫৩৫টি ভোটার ২ লাখ ১৬ হাজার ৯৭২ জনের মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ১১ জন এবং মহিলা ১ লাখ ৩ হাজার ৯৬১ জন। লাকসাম উপজেলায় ১টি পৌরসভা এবং ৮টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৭৮টি এবং ভোট কক্ষ ৫৩২টি। ভোটার ২ লাখ ৩৩ হাজার ৭৭ জনের মধ্যে পুরুষ পুরুষ ১ লাখ ২০ হাজার ৫৭৫ জন এবং মহিলা ১ লাখ ১২ হাজার ৫০০ জন। এ উপজেলায় প্রতিদ্ব›িদ্ব প্রার্থী ৭ জনের মধ্যে চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন খান। তিনি জানান নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের শেষ ২ দিন নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ র‌্যাব, আনসারসহ আইন শৃংখলা বাহিনী প্রতিটি ইউনিয়নের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রথম ধাপের নির্বাচনে ৩টি উপজেলায় নিয়োগকৃত ৭ হাজার ৪৩০ জন ভোট গ্রহণ কর্মকর্তার মধ্যে মনোহরগঞ্জ উপজেলায় ১ হাজার ৮৫৪ জন, লাকসাম ১ হাজার ৮৪১ জন এবং মেঘনা উপজেলায় ৯২৭ জন ভোট গ্রহণে দায়িত্ব পালন করবেন। জেলায় প্রথমধাপে ৩টি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা রক্ষায় আনসার পুলিশসহ আইন শৃংখলা বাহিনী নিয়োগ করা হয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • কুমিল্লা