জামিয়া ইসলামিয়া আফছারিয়া ষাইটশালা মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান” জামিয়া ইসলামিয়া আফছারিয়া ষাইটশালা মাদ্রাসায়” হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ১০৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অত্র মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হামদ-নাতসহ বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশন করেন বিভিন্ন ইসলামী শিল্পগোষ্ঠীর সদস্যরা। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এবং অত্র মাদ্রাসার সভাপতি এ.এস.এম আলাউদ্দীন ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুল হক সুফিজী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসেমী। প্রধান আকর্ষন ছিলেন হযরত মাওলানা গাজী ইয়াকুব উসমানী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাবিবুর রহমান মিছবাহ্। স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা আলাউদ্দীন সাবেরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল ফরহাদ ভূইয়া। অনুষ্ঠানে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দরা। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এবারের ১০৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়।

  • ব্রাহ্মণপাড়া