কোন চাঁদা ও দখলবাজ বিএনপির সদস্য হতে পারে না, কোন চাঁদাবাজের স্থান বিএনপিতে হবে না বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া বিএনপির সাবেক সভাপতি হাজী জসিম উদ্দিন। গতকাল শুক্রবার(২১ মার্চ) বিকেলে দুলালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর দিতগুলোতে থাকার আহ্বান জানিয়েছেন হাজী জসিম উদ্দিন।
দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, সাবেক সহ-সভাপতি হাজী নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শাহ জাহান সাজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের মাষ্টারের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার ভূইয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দীন ইসলাম মৈশান, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব মুহুরি, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম, বসির আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি আবু কাউছার, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসম্পাদক এড. নুরুল হুদা,
কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সিমুল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওসমান ভূইয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুর রহিম অপু, সদস্য সচিব জাকির হোসেন, সাবেক ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বদিউর জামান, ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ প্রমূখ।