কারও আয় অস্বাভাবিক বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে: কাদের

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কারও আয় অস্বাভাবিক বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ মুহূর্তে ব্যবস্থা না নিতে পারলেও নির্বাচনে পরে ঠিকই ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি প্রার্থীদের হলফনামা থেকে তথ্য নিয়ে সম্পদ বৃদ্ধির চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। একদিন আগে সংস্থাটিকে বিএনপির শাখা সংগঠন ও একই মতাদর্রে দাবি করলেও আজ সেই সম্পর্কে ভিন্ন কথা বললেন ওবায়দুল কাদের।

এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে। জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোনো দলকে চোরাগোপ্তা হামলা করতে হতো না।

বিভিন্ন আসনে সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি স্বাভাবিক। কোনো প্রার্থীই নির্বাচন বয়কট করবে না। এবারের নির্বাচনে কনভেন্স করে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে চায় বলেও জানান ওবায়দুল কাদের।