“উপজেলা পরিষদ নির্বাচন” বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় ২ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় গত ২ মে মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত বুড়িচং উপজেলায় ১০ জন প্রার্থী এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বুড়িচং উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ১জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বুড়িচং উপজেলার ৯জন প্রার্থীর মনোনয়নপত্র এবং ব্রাহ্মপাড়া উপজেলার ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্রসহ ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সূত্রে জানা যায়-বুড়িচং উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী রাকিবুল হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপর দিকে ব্রাহ্মনপাড়া উপজেলার বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপির শিক্ষা সনদে ত্রুটির কারনে মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বুড়িচং উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিল। যাচাই বাছাইয়ে কোন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই- বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে রয়েছেন তারা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আখলাক হায়দার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড, রেজাউল করিম, জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার বাছির খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। যাচাই-বাছাইয়ে তারা উভয়কে বৈধ ঘোষণা করা হয়, তারা হলেন-বর্তমান উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ পান্না আক্তার, সাবেক জেলা পরিষদের মহিলা সদস্য অধ্যাপক লাভলী আক্তার। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মধ্যে রাকিবুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে আর বাকি ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, জগতপুর গ্রামের মেজবাউল হক খান চৌধুরী, ইঞ্জিনিয়ার আলাউদ্দীন আল আজাদ। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাইয়ে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হলেন- বর্তমান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপি’র ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন এবং আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার সোহরাব খান চৌধূরী। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মনোনয়নপত্র দাখিল করেছিল। যাচাই-বাছাইয়ে তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- নাজমুল হাসান শরীফ,মোহাম্মদ আক্রামুল ইসলাম, মাসুক সরকার, সৈয়দ মেহেদী হাসান,মোঃ আবু মুসা, মোঃ আলী আশ্রাফ, মোঃ গোলাম কিবরিয়া অপু। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিল। তার মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাতিল বলে ঘোষণা করা হয় এবং বাকি শামীমা আক্তার চৌধূরী ও জাহান আরা বেগম এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া