কুমিল্লা -৫ আসনে এনপিপির প্রার্থী শাহ আলম বি কম

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ (বুড়িচং – ব্রাক্ষণপাড়া) আসনে এনপিপি থেকে “আম প্রতিকে” প্রতিদ্ব›িদ্বতা করছেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কুমিল্লা দক্ষিণ জেলার সহ- সভাপতি, শাহ আলম (বি কম)। রাজধানীর পল্টনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নিজস্ব কার্যালয় থেকে মনোনয়ন গ্রহণ করেন তিনি। এ সময় এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুসহ দলীয় জ্যেষ্ঠ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ১৫ দলীয় জোট এনপিপি থেকে মনোনয়ন লাভের পর শাহ আলম বি কম, বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আমার দাঁড়ানোর এক মাত্র উদ্দেশ্যই হলো মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি করা। বর্তমান সমাজে যে সমস্ত অসঙ্গতি রয়েছে- তা নির্মূল করা। এ রাজনীতিবিদ আরও বলেন, আমি বিশ্বাস করি- কুমিল্লা -৫ আসনের জনগণ এই কাজে সর্বদা আমার পাশে থাকবে। আর তারাই আমাকে ভোট দিয়ে নির্বাচনে জয়লাভ করাবে ইনশাআল্লাহ।

  • বুড়িচং