বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি উন্নয়ন হবে কুমিল্লায় সাবেক এমপি মজিবুর রহমান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসলে সবচেয়ে বেশি উন্নয়ন হবে কুমিল্লায়। গত ১৫ বছর প্রাচীন জেলা কুমিল্লাকে পিছিয়ে রাখা হয়েছে। এ জেলার বেশিরভাগ সড়ক জনপদে লাগেনি কোন উন্নয়নের ছুঁয়া। গতকাল শনিবার (১৯ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বৃহত্তর শশীদল গ্রামবাসী ও শশীদল ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ত্রাণ পূর্ণবাসন সংস্থার উদ্যোগে শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাবেক এমপি মজিবুর রহমান মজু বলেন, গত ১৫ বছরে উন্নয়নের চেয়ে বেশি হয়েছে লুটপাট আর দুর্নীতি। ৫ আগস্টের পর থেকে পত্রিকার পাতা উল্টালে ও টিভির পর্দায় তাকালেই শুধু শিরোনামে দেখা যায় বিভিন্ন প্রকল্পে ও বিভিন্ন সেক্টরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি সংবাদ। দেশজুড়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা বিশ্বের মধ্যে একটি নজিরবিহীন। তিনি আরও বলেন, দেশের ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মধ্যদিয়ে দুর্নীতিবাজ, লুটেরা ও সৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষকে বাকস্বাধীনতা এনে দিয়ছেন। এরপর থেকে দেশ পরিচালনা করছেন ছাত্রজনতার অন্তবর্তী সরকার। তারা এই দেশকে সংস্কারের দায়িত্ব নিয়েছেন। তারা একটি নতুন বাংলাদেশ গঠন করে নিরপেক্ষ ও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। ওই নির্বাচনে তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা উন্নয়নের ছুঁয়ায় এগিয়ে যাবে। অনুষ্ঠানসহ সংস্থার মূল কর্যক্রম পরিচালনা করেন সমন্বয়কারী মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার ও মো. মামুনুর রশিদ মাস্টার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শশীদল ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তফা কামাল, সদস্য মো. শাহজাহান সাজু, মো. শাহ আলম ডিলার, মো. সাদেক আহমেদ, মো. আবু সুফিয়ান মিন্টু, ডা. আব্দুল খালেক, মো. মজিবুর রহমান, মো. জালাল উদ্দিন, মো. শফিকুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. নুরুল ইসলাম মেম্বার, মো. রবিউল্লাহ রবি, মো. মমিনুল ইসলাম মিয়াজী ও মো. মোখলেছুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপজেলা যুবদল নেতা আশিকুর রহমান মিশু সহ ওই এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, বৃহত্তর শশীদল গ্রামবাসী ও শশীদল ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ত্রাণ পূর্ণবাসন সংস্থার উদ্যোগে ওই এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মধ্যে নগদ ১১ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া