ব্রাহ্মণপাড়ার ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় বার্ষিক মিলাদ ও অভিভাবক সমাবেশ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “ষাইটশালা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায়” ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে দাখিল পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ মুহাম্মদ শরিফুল ইসলাম, হামদেবারী তা’আলা পাঠ করেন মোহাম্মদ ইয়াছিন আরাফাত, নাতে রাসূল পরিবেশন করেন মোহাম্মদ মাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ওবায়েদ উল্লাহ। এর আগে মাদ্রাসার নব-নির্মিত ভবনের ফলক উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাওলানা মোসলেহ উদ্দিন পীর সাহেবের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি শিক্ষক হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পপতি, ওয়েস্টার্ন গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব এ.এস.এম আলাউদ্দীন ভূইঁয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ষাইটশালা দরবার শরীফের পীরজাদা মাওলানা প্রফেসর ডঃ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আরবী, ষাইটশালা দরবার শরীফের পীরজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আনিছুর রহমান আখন্দ, ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মোঃ আবুল ফরহাদ ভূইঁয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী এস.এম মোস্তাফিজুর রহমান, সমাজসেবক মোঃ ফারুক চৌধুরী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হাফেজ মাওলানা মোঃ সাদেকুল ইসলাম। এবছর এ মাদ্রাসা থেকে ৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। সবশেষে পরীক্ষার্থীদের সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন আলহাজ্ব মাওলানা মোসলেহ উদ্দিন পীর সাহেব।

  • ব্রাহ্মণপাড়া