ব্রাহ্মণপাড়া ব্লাড ডোনার সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

নিরাপদ হোক রক্তদান আমার রক্তে বাঁচুক প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে ২০২২ সালে ব্রাহ্মণপাড়া ব্লাড ডোনার সোসাইটির নামে একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। গত শুক্রবার ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রী কলেজে উক্ত সংগঠনের এক বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ লিংকন, মোঃ হারুন অর রশিদ, মোঃ জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন আলী হোসেন সাগর, জুয়েল রানা, মোহাম্মদ ইয়াসিন, সাইদুর রহমান বিল্লাল হোসেন ইঞ্জিনিয়ার রেজা শাহরিয়ার তারেক ভুইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বুয়েটে পড়া কালীন বাধন নামে একটি রক্তদান সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার স্মৃতিচারণ করেন এবং সেচ্ছাসেবীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ব্লাড ডোনার সোসাইটির সভাপতি মামুন অর রশিদ।

  • ব্রাহ্মণপাড়া