ব্রাহ্মপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন নাগাইশ গ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ কামাল হোসেন ভূইয়া। বিদ্যালয়ের শিক্ষক মো: শাহাদাৎ হাছান বিপ্লব এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন চৌব্বাশ জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইলিয়াস ভূঁইয়া, ঢাকা জজ কোর্টের এডভোকেট মো: সানাউল হক, শশীদল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, নাগাইশ মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক মো: মতিউর রহমান সবুজ, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি গাজী রুবেল, ছোট নাগাইশ আল মদিনা কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মোঃ সাদিকুর রহমান সরকার, ড্রিমস চাইল্ড কেয়ার একাডেমী এর প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, অক্সফোর্ড চাইল্ড একাডেমীর প্রধান শিক্ষক মো: তোফাজ্জল হোসেন, উত্তর নাগাইশ আদর্শ প্রি-ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক মো: সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন মোঃ রহমান ডাক্তার, মোঃ আবদুল লতিফ, মোঃ হেলাল উদ্দিন, সহাকারী শিক্ষক পর্যায়ক্রমে মো: আদনান বিন হক, মোসা: তানিয়া বেগম, মাইমুনা আক্তার, আফরোজা আক্তার, ইমন সরকার প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া