ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ঘর প্রদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ও বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সৌজন্যে দুটি ঘর উপহার প্রদান করা হয়। ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সৌজন্যে এ দুটি ঘর উপহার প্রদান করেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ডাইরেক্টর এস এম জাহাঙ্গীর আলম। ঘর দুটি উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম। এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের ডাইরেক্টর এস এম জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে প্রতিটি ডাইরেক্টর তাদের নিজ এলাকায় হত দরিদ্রের মাঝে ঘর উপহার দেওয়ার জন্য প্রতিশ্রæতিবদ্ধ। উপহার হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে মুখলেসুর রহমান ও জামশেদ আলম কে দুটি ঘর উপহার প্রদান করা হয়। তিনি আরও বলেন বঙ্গবন্ধু সেটেলাইটের সৌজন্যে এ উপহার প্রত্যেক বছর অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর প্রতীক আব্দুল ওহাব, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, মুক্তিযুদ্ধা আবদুস সাত্তার মোল্লা, সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার নুরুল ইসলাম, এডভোকেট নোয়াব মিয়া, শামসুল আলম মালু, সাদেক মিয়া মেম্বার, সাইদুল হক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইলিয়াস ভূঁইয়া, মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ জামশেদ আলীসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

  • ব্রাহ্মণপাড়া