ব্রাহ্মণপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪

লেখক: সাইফুল ইসলাম
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর চান্দলা এলাকার পূর্বপাড়ায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলার পূর্বপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবারের সাথে জয়নাল আবেদীনের পরিবারের দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এরই সূত্র ধরে উভয় পরিবারের সদস্যদের মধ্যে বাগবিতন্ডা হয়। পরে জয়নাল আবেদীনের পরিবারের লোকজন ও সহযোগিরা অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হামলায় নারীসহ ৪জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতরা হলেন, নজরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৫), ফারক মিয়ার ছেলে সাইফুল ইসলাম ( ২১), ইউসুফ আলীর মেয়ে তামান্না আক্তার (১৫) ও নজরুল ইসলামের স্ত্রী রুজিবা বেগম (৪৫) । উল্লেখ্য যে, নুরুল ইসলাম ও জয়নাল আবেদীন পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে এর আগে থেকেই আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আহত জাহাঙ্গীর আলম বলেন, তাদের সাথে আমাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আগে থেকেই বিরোধ চলছে। ঘটনার দিন সামান্য বিষয় নিয়ে ওরা আমাদের উপর দলবল নিয়ে হামলা চালায়। তাদের হামলায় আমিসহ আমার পরিবারের ৪জন আহত হয়েছে। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি আছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, উপজেলার উত্তর চান্দলার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।

  • ব্রাহ্মণপাড়া