ব্রাহ্মণপাড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় ছয় লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় মাছ চাষি জাকির হোসেন ও সোহেল মুন্সীর পুকুরে বিষ দেওয়া হয় বলে জানা যায়। পুকুর মালিক জাকির হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পুকুরে বিষ দিয়েছে এমন খবর পেয়ে চান্দলা বাজার থেকে ছুটে আসি। এসে দেখি পুকুরের এক পাশে ২-৩ ফোট জাগায় পানি সাদা হয়েছে ও সেখান থেকে বিষের গন্ধ ছড়াচ্ছে। একটু দূরে একটি প্লস্টিকের বোতলে নিচের অংশ পানিতে ভাসতে থাকে। সেটাতেও বিষ আছে। এসময় ওই বোতলের অংশটুকু পানি থেকে তুলে আনা হয়। এছাড়া সাদা রং হওয়ায় কিছু পানি সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, ওই দিন পুকুরে কোন মাছ মরে নাই। শুক্রবার (১৩ অক্টোবর) পুকুরে গিয়ে দেখা যায় অল্প কিছু মাছ মরে ভেসে আছে। সে গুলো স্থানীয় লোকজন নিয়ে গেছে। গত দু’দিন মাছের তেমন ক্ষতি না হলেও শানিবার (১৪ অক্টোবর) সকালে এসে দেখি পুকুরের সকল মাছ মরে পানিতে ভেসে আছে। সোহেল মুন্সী বলেন, কে বা কারা পূর্ব শত্রুতার জেরে আমাদের লিজকৃত পুকুরে (জম্মাদার পুকুর) বিষ দিয়ে আমাদের সব মাছ মেরে ফেলেছে। আমরা পুকুরটি কয়েক মাস আগে তিন লাখ ৭৫ হাজার টাকা দিয়ে তিন বছরের জন্য লিজ নিয়েছি। পুকুরটি লিজ নেওয়ার পর আমরা এতে প্রায় দুই লাখ টাকার মাছের পোনা ছেড়েছি। এছাড়া এসব পোনা মাছের জন্য পুকুরে চার লাখ টাকার খাবার দেওয়া হয়। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ একই দিন দুপুরে পুকুরটি পরিদর্শন করেছেন। মাছ চাষি জাকির হোসেন ও সোহেল মুন্সীর দাবি, পুকুরে প্রায় ছয় লাখ টাকা মূল্যের মাছ ছিল। এ ঘটনায় আমাদের থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মাছ চাষি থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • ব্রাহ্মণপাড়া