ব্রাহ্মণপাড়ায় চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ, বিপাকে বিশটি পরিবার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে বাড়ি থেকে চলাচলের রাস্তা চার মাস যাবৎ বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছে উই বাড়ির বিশটি পরিবারের প্রায় শতাধিক মানুষ। ভুক্তভুগী পরিবারের লোকজন তাদের বসতবাড়ি থেকে বের হওয়া, হাট বাজার, স্কুল কলেজ ও হাসপাতালে যাওয়াসহ বিভিন্ন জরুরী প্রয়োজনে চলাচল করতে দুর্ভোগ পোয়াতে হচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ করেছেন ওই বাড়ির ভুক্তভোগী এক বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের ইসলাম খান চৌধুরী মেম্বার বাড়ির ২০টি পরিবারের যতাযাতের একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয় মৃত হাবীব খান চৌধুরীর ছেলে মো. মামুন খান চৌধুরী ও মো. জহির খান চৌধুরী নামের দুই ব্যক্তি। অভিযোগে উল্লেখ করা হয়, আমাদের এই রাস্তাটি বহু যুগ যুগ ধরে বাড়ী চলাচলের রাস্তা। উক্ত রাস্তা দিয়ে প্রায় ২০টি পরিবারের লোকজন এবং দুরদুরান্তের পথচারী আসা যাওয়া করে। উক্ত রাস্তাটি মামুন খান চৌধুরী ও মো. জহির খান চৌধুরী প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে রাস্তার মধ্যে বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়ে আমাদের বাড়ীতে আসা যাওয়ার পথ বন্ধ করে দেয়। তাহাদের কে জিজ্ঞাবাদ করলে উক্ত ব্যক্তিরা রাস্তা দিয়ে আমাদের বাড়ীতে আসা যাওয়া করতে দিবে না বলে বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শন ও আমাদের বিরুদ্ধে হয়রানীমুক্তভাবে মিথ্যা মামলা করে। এ বিষয়ে ইউনিয়ন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কে জানাইলে তাহাদের কথা অভিযুক্ত ব্যক্তিরা কোন কর্নপাত করে না। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তারা মিথ্যা মামলা ও হামলার ভয়ভীতি প্রদর্শন করে। অভিযোগকারী এনামুল খান চৌধুরী, স্থানীয় আব্দুর রউফ, মামুন ও জয়নাল আবেদীন জানান, আমরা ছোটবেলা থেকেই এই সড়ক দিয়ে বাড়ির ও মহল্লার মানুষকে চলাচল করতে দেখেছি এবং নিজেরাও চলাচল করে আসছি। গত চার মাস পূর্বে মামুন খান চৌধুরী ও তার ভাই মো. জহির খান চৌধুরী এই রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেয়। এতে বাড়ির বিশটি পরিবারের প্রায় শতাধিক মানুষ বিপাকে পড়েছে। নিরিহ লোকজন ও মহল্লাবাসীর চলাচলের সুবিধার্থে এই রাস্তার বেড়াটি সরিয়ে নেয়া ও অসহায় পরিবারের লোকজনকে মিথ্যা মামলা হয়রানি মুক্ত করে দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। তদন্তকারী কর্মকর্তা উপসহকারী কর্মকর্তা (এসআই) মিথুন কুমার মন্ডল বলেন, ধান্যদৌলের রাস্তার বিষয়টি তদন্ত করে জানা যায় এটি পূর্বে মানুষের পা-পথ ছিলো। এদিক দিয়ে মানুষ চলাচল করতো। এটি বিবাদীগণ বেড়া দিয়ে বন্ধ করে তাদের দখলে রেখেছেন। এ ব্যপারে আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ বলেন, ধান্যদৌলে রাস্তায় বেড়ায় দেওয়াকে কেন্দ্র করে আদালতে একটি মামলা হয়। আদালত এ বিষয়ে আদালত ১৪৪ ধারা জারি করে। তার প্রেক্ষিতে তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং দুই পক্ষকে শান্তিশৃঙ্খলা বাজায় রাখতে বলা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া