বুড়িচং-ব্রাহ্মপাড়াতেও জিপি’র চাঁদা বন্ধ হবে-এম এ জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে জিপির নামে চাঁদা উঠানো হয়। দীর্ঘদিন ধরে এই জিপির চাঁদা বন্ধ করার জন্য যাত্রী ও চালকদের পক্ষ থেকে দাবী জানিয়ে আসার পরেও বন্ধ করা হয়নি। কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত এমপি এম এ জাহের এই জিপির চাঁদা বন্ধ করবেন বলে দুই উপজেলাবাসীকে আশ্বস্থ প্রদান করেছেন। তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার যে সকল স্ট্যান্ড উপজেলা পরিষদ থেকে ঠিকাদারদের ইজারা দেওয়া হয়েছে, তার মেয়াদ শেষ হলে আর কাউকে নতুন করে ইজারা প্রদান করা হবে না। দুই উপজেলায় জিপির নামে কোন চাঁদাবাজী থাকবে না। দুই উপজেলার সাধারণ চালকরা যেন তাদের উপার্জিত টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে সুখে-শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থাই করবো। যেই চাঁদার জন্য চালক ও যাত্রীদের হয়রানী করা হয়, সেই চাঁদা বন্ধ করে দেব। চাদা বন্ধ হলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়ে যাবে। যাত্রীরা যেন তাদের গন্তব্যস্থলে সুন্দর ভাবে আসা যাওয়া করতে পারে সে ব্যবস্থা করব ইনশাল্লাহ।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া