“নির্বাচনী মাঠে গরম হওয়া” বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় ব্যাপক গণসংযোগ করছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

গত ১৭ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। তিনি বলেন, ১১২টি উপজেলা পরিষদে ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালটে। ইসি সচিব আরও বলেন, নির্বাচনের মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে আর ৫ মে হবে যাচাই-বাছাই। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে এবং আপিল নিষ্পত্তি হবে ৯-১১ মে। ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। তারই আলোকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা এলাকায় গণসংযোগ ও বিভিন্ন নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং উঠান বেঠকসহ বিভিন্ন পাড়া মহল্লায় ছোট ছোট বৈঠক করছেন। এরই মধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন এবং বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া মহল্লার চা দোকানে চলছে অনেক জল্পনা-কল্পনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধূরী। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের নিকট পরাজিত হন তিনি। নির্বাচিত আবু তাহের অসুস্থতার কারনে বেশি দিন চেয়ারম্যানের আসনে থাকতে পারেন নি। আল্লাহর তায়ালার ডাকে পরপারে চলে যান। তারপর উপ-নির্বাচনে আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের বড় ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পাদনের জন্য নির্বাচনে প্রার্থী হলে উপজেলাবাসী তাকেই উপজেলার অভিভাবক হিসেবে বিজয়ী করেন। উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচন করে নির্বাচিত হন আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন-ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী জসিম উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের এর দ্বিতীয় ছেলে এবং নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর ভাতিজা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন এবং আওয়ামীলীগ নেতা সমাজসেবক ব্যারিষ্টার সোহরাব খান চৌধূরী। এছাড়া কুমিল্লার জেলার নিকটবর্তী উপজেলার নাম হলো বুড়িচং উপজেলা। এ উপজেলাটির আয়তন ১৬৩.৭৬ বর্গকিলোমিটার। বর্তমানে ৯টি ইউনিয়নের সমন্বয়ে উপজেলাটি গঠিত। ২০০৮ সালে বুড়িচং উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তার মধ্যে আওয়ামীলীগের প্রার্থী ছিলেন সাজ্জাদ হোসেন স্বপন ও অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ এবং বিএনপির প্রার্থী ছিলেন এটিএম মিজানুর রহমান। সেই সময় নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সাজ্জাদ হোসেন জয়লাভ করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসেন। তার ৫ বছর পর আবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাজ্জাদ হোসেন প্রার্থী হন এবং আওয়ামীলীগের প্রার্থী হন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার ও বিএনপির প্রার্থী হোন এটিএম মিজানুর রহমান। এই বছর এটিএম মিজানুর রহমান আওয়ামীলীগের দুই প্রার্থী সাজ্জাদ হোসেন ও আখলাক হায়দারকে পরাজিত করে বিজয়ী লাভ করে ৫ বছর উপজেলা পরিষদের অভিভাবকের দায়িত্ব পালন করেন। তার পরবর্তী বছর দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কোন প্রার্থী হয় নাই। আওয়ামীলীগের দলীয় মার্কা নৌকা নিয়ে নির্বাচন করেন সাবেক এমপি এডভোকেট আবুল হাসেম খান এবং স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করেন আখলাক হায়দার। আখলাক হায়দার স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জয়লাভ করে উপজেলার অভিভাবকের আসনে বসেন। অপর দিকে সাবেক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু মারা যাওয়ায় এই আসনে উপনির্বাচনে বিনা ভোটে এডভোকেট আবুল হাসেম খান এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে এপ্রিল থেকে মার্চ মাসের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা। তারই আলোকে বুড়িচং উপজেলায় সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তাদের প্রার্থীতা জানান দিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী, বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারী, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সেক্রেটারী এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভাই কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান। দুই উপজেলার সম্ভাব্য প্রার্থীরা প্রতিদিন ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে। ভোটারদের বিভিন্ন প্রতিশ্রæতি দিয়ে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানাচ্ছেন।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া