দেশের স্বা‌ধীনতা ধরে রাখতে হলে বিএন‌পি ছাড়া বিকল্প নাই -বরকত উল্লাহ বুলু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের স্বাধীনতা ধরে রাখতে হলে বিএন‌পি ছাড়া বিকল্প নাই। পার্বত্য চট্টগ্রাম – বন্দর য‌দি রাখতে হয়, আমার দেশ য‌দি স্বাধীন রাখ‌তে হয়, তাহলে বিএন‌পি ছাড়া বিকল্প নাই।
রোববার (২৪ আগষ্ট) দুপুরে কুমিল্লার বু‌ড়িচং উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, যারা একাত্তরের মু‌ক্তিযোদ্ধাকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে স্বীকার করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মু‌ক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করে না, তারা ৩০লক্ষ শহীদের রক্ত‌‌ দেয়াকে স্বীকার করেনা, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অ‌ধিকার নেই, তাদের রাজনী‌তি করার অ‌ধিকার নাই।

তি‌নি বলেন, কোন হাইব্রীড যেন বিএন‌পির নেতা না হতে পারে সেজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।

দুপুর ২টায় বু‌ড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য স‌চিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএন‌পির সাবেক সদস্য স‌চিব হাজী জ‌সিম উদ্দিন জ‌সিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।

উপজেলা বিএনপির আহবায়ক এটিএম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য স‌চিব হাজী ক‌বির হোসেনের সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সস্মেলনে উপ‌স্থিত ছিলেন‌ কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএন‌পির সদস্য এড. সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএন‌পি‌ নেতা মোস্তফা জামান, জেলা বি‌এনপির যুগ্ন আহবায়ক নজ‌রুল ইসলাম স্বপন, মুজা‌হিদ চৌধুরী, নারী‌ নেত্রী সা‌কিনা বেগম, বুড়িচং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া। এছাড়াও কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • বুড়িচং