চান্দিনায় ডাকাতি করে নগদ অর্থ ও স্বর্নালংকারসহ বিভিন্ন মালামাল লুট

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর পশ্চিমপাড়া গ্রামে সোমবার গভীর রাতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। ৭/৮ জনের সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে বেঁধে নগদ অর্থ, স্বর্নালংকারসহ সাড়ে ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ডাকাত কবলিত বাড়ির মোকাঈদ হোসেনের লিখিত অভিযোগ থেকে জানা যায়, জেলার চান্দিনা উপজেলার এতবার ইউনিয়নের চিলোরা বাজার সংলগ্ন এতবারপুর পশ্চিমপাড়া এলাকার সফিকুল ইসলাম মাষ্টার বাড়ির মোসলেম উদ্দিনের ঘরে সোমবার রাত আনুমানিক ২ টায় মুখোশধারী ৭/৮ জনের একদল ডাকাত লোহার গেইটের তালা ও কাঠের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এসময় দেশীয় দা, ছুরিসহ অন্যান্যা অস্ত্রের মুখে জীম্মি করে পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ বেধেঁ ফেলে। এরপর আলমারিতে রক্ষিত নগদ ১০ হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্নালংকার, ৩ টি মোবাইল ফোনসহ কমপক্ষে সাড়ে ৮ লক্ষাধিক টাকার মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গত সোমবার সকালে স্থানীয় এতবার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মোকাঈদ হোসেন চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানতে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সঞ্জুর মোর্শেদ’র সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবহিত নয় জানিয়ে বলেন, আমি দেখতেছি।

  • চান্দিনা