কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার তিন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া ভোলানগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলার আড়াইওড়া গ্রামের আবদুল আউয়ালের ছেলে মো. মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে ওমর ফারুক (৩২) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে শাহপরান ওরফে সোহাগ (৩০) কে কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশ আটক করেছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা একটি মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

  • কুমিল্লা