কুমিল্লায় যুবক হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার হোমনায় হত্যার ১৩ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৪ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হোমনার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের মো. মজনু মিয়া ও কবির মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে হোমনার বাগমারা পশিচমপাড়া গ্রামের আবদুল করিমকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চারদিন পর ২ অগাস্ট দুপুরে হোমনা বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন হোমনা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মজনু মিয়া ও করিম মিয়ার মৃত্যুদণ্ডাদেশ দেন।

তিনি আরও জানান, মজনু মিয়া ও করিম মিয়া গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক।

  • কুমিল্লা