আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালী ও আলোচনা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ঋণ বিতরণ ও র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭মার্চ) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম ও ইদ্রিস মিয়া মাষ্টার, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ, সমাজসেবা কর্মকর্তা কবির আহামেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া