বুড়িচং উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জয়নাল আবেদীনকে সংবর্ধনা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বুড়িচং উপজেলার প্রাণি সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন জেলা প্রাণি সম্পদ কর্তৃক শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় বৃহস্পতিবার বিকালে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের আছিয়া আলী ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর আলী নেওয়াজ ভূঁইয়া কারিগরী উচ্চ বিদ্যালয় তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচছায় সিক্ত করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান মোঃ মোশাররফ হোসেন খান চৌধুরী। সংবর্ধিত অতিথি, শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ শ্যামপুর আলী নেওয়াজ ভূঁইয়া কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আছিয়া আলীয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামসুল হক ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোলফত আলী ভূঁইয়া, এড.মোঃ জামাল হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক ভূঁইয়া, সফিকুল হক ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন ঠিকাদার, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলু মিয়া (বিএসসি), প্রধান শিক্ষক আবদুর রব ভূইয়া (শ্যামপুর) প্রভাষক মোঃ আল আমিন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান ভূঁইয়া জীবন, মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, কামাল হোসেন (বরিয়া চর), মিজানুর রহমান ও সাইফুল ইসলাম বাদল, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদউল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবদুল হক, সাবেক প্যানেল চেয়ারম্যান সুলতান আহমদ মুন্সি, ডাঃ নজরুল ইসলাম মেম্বার, শেফাউল করিম মেম্বার, জামাল হোসেন মেম্বার, তফাজ্জ্বল হোসেন মেম্বার, আতিকুর রহমান আবুল মেম্বার, জয়নাল আবেদীন, জসীম উদ্দিন আবির, আসমা আক্তার, রুমা আক্তর, রেহেনা আক্তার প্রমুখ।

  • বুড়িচং