বুড়িচংয়ে ভ্রাম্যমান ভূমি সেবা প্রদান

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

গত ২১জুন বুধবার সকাল ৯টায় বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে সাধারণ মানুষদের মাঝে ভ্রাম্যমান ভুমি সেবা প্রদান করা হয়েছে। বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান ভূমি সেবা প্রদান করা হয়। এসময় ভূমির বিভিন্ন জটিলতা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমিসেবা সহজীকরণ ও বিদ্যমান ভূমি আইন ও ভূমি মন্ত্রণালয় এর বিভিন্ন পরিপত্রের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এই সেবায় কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়, কিভাবে নামজারি আবেদন ও সংশোধনের আবেদন এবং অনলাইনে পরিশোধ করতে হয় তা বুঝানো হয়। সাধারণ মানুষকে দালালের খপ্পরে না পরে ভূমিসেবা পেতে সরাসরি এসিল্যান্ড এর কাছে এসে পরামর্শ নেওয়ার জন্য বলেন। ভূমিসেবা পেতে কারো কাছে কোনো আর্থিক লেনদেন করতে নিষেধ করেন। সহকারী কমিশনার ভূমি সরেজমিনে গিয়ে মানুষকে অনলাইন ভূমিসেবার বিষয়গুলো হাতেকলমে বুঝিয়ে দিচ্ছেন। ভ্রাম্যমাণ ভূমিসেবায় শিবু নামের একজন ব্যক্তিকে তার কাগজ-পত্র পর্যালোচনা করে তার মূল্যবান ১১শতক ৪৫ সেন্ট জায়গা বের করা হয় এবং তার সাথে তাদের প্রতিবেশীদের ভুল বুঝাবুঝির অবসান ঘটে।

  • বুড়িচং