স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বরুড়ার হুরুয়া গ্রামে মুরগী ব্যবসায়ী সফিকুল ইসলাম হত্যা মামলায় আসামী মো: ইকবালকে যাবজ্জীবন কারাদন্ড ও দশহাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৬মাসের কারাদন্ড দেয় আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ পিপি এড নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত হলেন-বরুড়া উপজেলার হুরুয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো: ইকবাল(২৪)।
এ ঘটনায় ২০১১ সালের ২১ সেপ্টেম্বর নিহত সফিকুল ইসলামের ছেলে মোঃ জাকারিয়া বাদী হয়ে বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এড নজরুল ইসলাম জানান, ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টা বরুড়া হুরুয়া গ্রামে মুরগী ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম মুরগীর ফার্ম হইতে ফেরত না আসায় পরদিন বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ২১ সেপ্টেম্বর সাড়ে ১১টায় আইয়ুব আলী বাড়ির দক্ষিণ পাশে পুলের উপর গেলে পঁচা দুর্গন্ধ পেয়ে সামনে গিয়ে দেখেন নিচু ভূমির জংলার মধ্যে সফিকুল ইসলামের লাশ সনাক্ত করেন। ওই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর চার্জগঠন শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনা করে যুক্তিতর্ক শুনানী শেষে আসামি ইকবালের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট নজরুল ইসলাম এবং আসামিপক্ষে এডভোকেট গাজী মোঃ আব্দুল আলীম।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামী মোঃ ইকবালকে কারাগারে প্রেরণ করা হয়েছে।