মহিলা ভাইস চেয়ারম্যান পদে বুড়িচংয়ে নদদ-ভাবী এবং ব্রাহ্মণপাড়ায় নবীন ও প্রবীণের মধ্যে লড়াই

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নদদ-ভাবীর মধ্যে চলছে ভোটের লড়াই। বুড়িচং উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ননদ পান্না আক্তার এবং কুমিল্লা জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য ভাবী প্রভাষক লাভলী আক্তারের মধ্যে জয় পরাজয়ের লড়াই চলছে। ননদ ও ভাবী তাদের কর্মী সমর্থকদের নিয়ে দিন রাত উপজেলার বিভিন্ন ভোটারদের নিকট লিফলেট নিয়ে ঘুরছেন এবং ভোট চাচ্ছেন। তবে বুড়িচং বাসীর নিকট ননদ ও ভাবীর মধ্যে কার বেশি জনপ্রিয়তা রয়েছে তা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। প্রার্থীরাও বিভিন্ন উঠান বৈঠকে বক্তব্যের মধ্যে উপস্থাপন করছে বুড়িচংয়ে ননদের কদর বেশি না কি ভাবীর কদর বেশি। অপর দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এবং বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী মোসাঃ তাহমিনা হক পপি পরিচিত মুখ হিসাবে ভোটারদের নিকট জনপ্রিয়তা রয়েছে। তাছাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট মোসাঃ শামীমা আক্তার চৌধূরী ও সাবেক উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট জাহান আরা বেগম উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। তবে আলোচনার বিষয় হলো ব্রাহ্মণপাড়াবাসীর নিকট প্রবীন নেত্রীর কদর বেশি না কি নবীন নেত্রীকে বিজয়ের আসনে বসাতে চায় সেটাই দেখার বিষয়।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া