আমের মুকুলে সেজেছে ব্রাহ্মণপাড়ার প্রতিটি গ্রাম

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

আমের মুকুলে ভরা ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় প্রতিটি গ্রাম। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে নুয়ে পরেছে প্রতিটি আম গাছ। মৌমাছিরাও আসতে শুরু করেছে মধু আহরণে। ছয় ঋতুর এই বাংলাদেশে পাতা ঝরা ষড়ঋতুর রাজা বসন্ত। রঙিন বনফুলের সমরুহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে, তেমনি নতুন সাজে সেজেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের আম গাছগুলো। আমের মুকুলে ভরপুর আর ঘ্রানে সর্বত্র জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। প্রায় সকল গাছেই ধরেছে বেশি পরিমানে মুকুল। সরেজমিন উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে বিপুল পরিমানে আমের মুকুল ধরেছে। আবার অনেকে আমের ছোট ছোট বাগান করেছে। এসব ছোট বাগানেও আমের মুকুল এসেছে। এবিষয়ে কৃষি অফিস জানায়, প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে আমের ভালো ফলন হবে। মুকুল পরিমান আম ধরলে ও আবহাওয়া অনুকূলে থাকলে এবার প্রত্যেক আম বাগানির মুখে হাঁসি ফুটবে।

  • ব্রাহ্মণপাড়া