ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন বাবা। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত শিপন মিয়া (২০) উপজেলার সদর এলাকার পূর্বপাড়ার নুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে এক বছরের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। সূত্র জানায়, শিপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করছে। নেশার টাকার জন্য মা-বাবাকে চাপ প্রয়োগ করতো। এ নিয়ে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাঙচুর করতো সে। নেশার টাকার যোগান দিতে সে প্রায়ই ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করতো। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তানকে তুলে দিয়েছেন তার বাবা নুরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, উপজেলার সদর এলাকায় বাবা-মায়ের তথ্য অনুসারে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ শিপন মিয়া নামের এক মাদকাসক্ত যুবকে আটক করা হয়। এ সময় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক বছরের কারাদন্ড দেওয়া হয়। প্রতিটি বাবা-মা এভাবে সচেতন হয়ে উঠলে সমাজের চিত্র বদলে যাবে।

  • ব্রাহ্মণপাড়া