ব্রাহ্মণপাড়া উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে (ওকাপ) এর মতবিনিময় সভা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ) এর আয়োজনে (strenghthened and informative migration system-sims) এর আওতায় উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে সুপারভাইজার আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, ইউ আর সি ইন্সট্রাক্টর, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকসহ ওকাপের সকল কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনরা। অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন ওকাপ এর প্রজেক্ট অফিসার এডভোকেট অটোসি ঘোষ।

  • ব্রাহ্মণপাড়া