কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকা থেকে আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন ৪ জন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

গত ৩ ডিসেম্বর কুমিল্লা জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিভিন্ন ভূল ক্রুটি থাকায় ৩ জন স্বতন্ত্র প্রার্থী ও ২ জন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছিলেন জেলা রির্টানিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। পরবর্তীতে ৩ জন স্বতন্ত্র প্রার্থী এবং গনফোরামের প্রার্থী উচ্চ আদালত নির্বাচন কমিশনে প্রার্থীতা ফেরত পাওয়ার জন্য আপিল করেন। গত ১০ডিসেম্বর সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল আবেদনের ওপর শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর প্রার্থীতা ফেরত দেন। গত ১১ ডিসেম্বর দুপুরে প্রার্থীতা ফিরে পান গনফোরামের দলীয় মনোনীত প্রাথী ও গণফোরামের কুমিল্লা জেলা কমিটির সাধারণ এডভোকেট আলীমূল এহছান রাসেল। ১২ ডিসেম্বর দুপুরে প্রার্থীতা ফিরে পান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পষিদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধূরী।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া