সীমান্ত দিয়ে মানব পাচারের অভিযোগে ব্রাহ্মণপাড়ার ইউপি সদস্য গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউপি সদস্য মো. সুমন মিয়া (৩৬) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার ( ২ অক্টোবর ) রাতে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার সংকুচাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার দেওয়া এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া সুমন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ডের দক্ষিণ তেঁতাভূমি এলাকার আলী আশরাফের ছেলে।
কুমিল্লা পুলিশের গোয়েন্দা শাখার তথ্যে জানানো হয়, কুমিল্লার একটি গোয়েন্দা পুলিশের চৌকস টিম জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোয়েন্দা পুলিশের তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার সংকুচাইল বাজার থেকে কুমিল্লা কোতোয়ালি থানার নিয়মিত মামলার আসামি মো. সুমন মিয়া মেম্বার, পিতা আলী আশরাফ, মাতা নেহারা বেগম, সাং দক্ষিণ তেঁতাভূমি, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চোরাচালান ও সীমান্ত দিয়ে মানবপাচারের একাধিক অভিযোগ রয়েছে।

  • কুমিল্লা