সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার হাসিনা সরকার। আগামীর সরকারের জন্য দেশ চালানো হবে এক চ্যালেঞ্জ। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না। গত রবিবার (১১ মে) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি। পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে। জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য উম্মুখ হয়ে আছে। শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান মিন্টু এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সারওয়ার জাহান দোলন, সদস্য যথাক্রমে সফিউল আলম রায়হান, ডাঃ নজরুল ইসলাম শাহীন, শাহ সুলতান খোকন। দ্বি-বার্ষিক সম্মেলনে সকল কাউন্সিলদের মতামতের ভিত্তিতে পুনরায় মোঃ মোরশেদ আলমকে সভাপতি ও মোঃ আবু সুফিয়ান মিন্টুকে সাধারণ সম্পাদক করে নব-নির্বাচিত ইউনিয়ন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। এসময় ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম খোকন, শাহ জাহান সাজু, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ কবির আহাম্মেদ প্রমূখ।

  • ব্রাহ্মণপাড়া